রোজা কাদের উপরে ফরজ সে বিষয়ে আলোচনা করছি।
রোজা ৮ শ্রেণীর মানুষের ওপর ফরজ।
১. মুসলমান হওয়া।
মুসলিম ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। রোজা কোন অমুসলিমের জন্য ফরজ নয়।
২. বালেগ হওয়া।
নাবালগের ওপর রোজা ফরজ নয়, অর্থাৎ ১২ বৎসর বয়সের কম বয়স হলে রোজা ফরজ হবেনা।
৩. সুস্থব্যক্তি হওয়া।
শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখার নিয়ম নাই। তবে সাধারন অসুখ বিসুখ হলে যদি সে রোজা রাখার উপযোগী হয় তবে সে রোজা রাখতে পারবে।
৪.সুস্থ মস্তিস্কের অধিকারী হওয়া।
পাগলের ওপর রোজা ফরজ নয়।
৫.স্বাধীন হওয়া।
পরাধীন নয় এমন ব্যক্তি হওয়া।
৬.সজ্ঞান হওয়া।
অর্থাৎ যিনি রোজা রাখবেন তিনি নিজ জ্ঞানে বা স্বেচ্ছায় আল্লাহর হুকুম পালন করবেন।
৭.মুকিম হওয়া।
অর্থাৎ স্তায়ীবাসিন্দা হওয়া। মুসাফিরের ওপর রোজা ফরজের ব্যপারে একটু ভিন্নতা আছে। যেমন কষ্টসাধ্য ভ্রমন হলে পরবর্তীতে রোজা আদায়ের বিধান আছে। আমি মনে করি বর্তমানে সফর অনেক আরামের সাথে করা যায় তাই সফর অবস্থায় একমাত্র কাহিল হয়ে না পড়লে রোজা রাখা উচিৎ।
৮.তাহীরা
অর্থাৎ পবিত্রতা
হায়েজ-নেফাস মুক্ত হতে হবে।
Roza for who?
I am discussing the obligation on Roza Kader.
#Roza_8
1. Becoming a Muslim.
It is obligatory for a Muslim to fast. Fasting is not obligatory for any non-Muslim.
2. Grow up
Fasting is not obligatory on minors, that is, if they are under 12 years of age, fasting will not be obligatory.
3. Being healthy.
There are no rules for fasting for a physically ill person. However, if he is able to fast if he is suffering from a general illness, he can fast.
4. Possessing a healthy brain.
Fasting is not obligatory on a madman.
5. To be independent.
Being a person who is not submissive.
6. Becoming conscious.
That is, he who fasts will obey the command of Allah with his own knowledge or voluntarily.
6. Being a resident.
That is to be a permanent resident. There is a little difference about the obligation of fasting on the traveler. In case of such a difficult journey, there is a provision for fasting later. I think now the tour can be done with a lot of comfort so if you are not the only one who is lazy during the tour, you should fast.
6. Tahira
That is holiness
Hayes-nefas must be free.
No comments:
Post a Comment