রোজা ভঙ্গ ও রোজা মাকরুহ।
________________________________
→#রোজা_ভঙ্গের_কারণঃ
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২. স্ত্রী সহবাস করলে।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না)।
৪. ইচ্ছাকৃত মুখভরে বমি করলে।
৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেউ রোজা ভাঙালে।
৭. ইনজেকশান বা স্যালাইনের মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে।
৮. কংকর, পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত থেকে ছোলা পরিমান খাদ্যদ্রব্য গিলে ফেললে।
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে।
১৪. রাত আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে।
১৫. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর জাগরিত হলে।
→ #রোজা_মাকরুহঃ
_______________________
১. অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা।
২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা।
৩. গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া। কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে।
৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গিলে খেলে।
৫. গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম।
৬. সাড়া দিন নাপাক অবস্থায় থাকা।
৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা।
৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা।
#Break_break and #roza_makruh.
__________________________________
→ # Reasons_to_break_fasting:
1. If you eat and drink intentionally.
2. If the wife has intercourse.
3. If the water goes under the hollow while doing the coolie (of course the fast will not be broken if you do not remember the fast).
4. Intentionally vomiting.
5. Sniffing, injecting drugs or oils into the nose or ears.
. If someone breaks the fast by force.
. When the drug reaches the body through injection or saline.
. Swallowing pebbles, stones or fruit seeds.
9. After breaking the fast thinking that it was sunset, it was seen that it was not sunset.
10. If you do not intend to fast for the entire month of Ramadan.
11. If you swallow the amount of gram from the teeth.
12. Smoking, intentionally burning frankincense or incense.
13. Swallowing vomit filled mouth.
14. If you eat and drink after Sadiq in the morning thinking that there is night.
15. He fell asleep with a drink in his mouth and woke up in the morning after Sadiq.
__________Makrooh_____________
1. Chewing or tasting anything unnecessary.
2. Put any product in the mouth.
3. Grunting or sneezing. But if the water reaches the throat through the nose, then the fast will be broken.
4. Intentionally accumulates saliva in the mouth and swallows.
5. Gossiping, gossiping and quarreling. If someone falls on you and comes to quarrel, you will say, I am fasting and I am unable to answer you.
. Respond to being unclean.
. Expressing restlessness and nausea.
. Chewing charcoal or cleaning teeth with powder, paste and ointment.
No comments:
Post a Comment