Tuesday, 28 April 2020
মৃত ব্যক্তির রূহের আর্তনাদ। The cry of the soul of the dead.
The Prophet (peace and blessings of Allaah be upon him) said: It is very difficult for a dead person when he is taken out of his house and his family weeps for him.
There is more suffering than this, when he is laid to rest in the grave, and everyone leaves him alone.
Clothes, ornaments, to be the body when more trouble is
The ring is taken off. At that time his soul started screaming loudly, this scream could be heard by everyone except jinn and people. He then began to shout, "By God, open the clothes, ornaments of my body, slowly, since this is the only time I have been saved from the severe torment of Malakul Muat."
When the body of a dead person is rubbed, he says, "O givers of baths, do not rub my body hard, for my body has been wounded by the severe torment of Malakul's death."
When the shroud is taught to the dead, the dead body says, O shroud donors, do not shroud me so soon, let my wife / husband, children, relatives, friends see me for the last time.
This is my last meeting with them. I will not see them again until the Day of Resurrection.
When the dead person is taken from his house to the graveyard, he says, "O my relatives, I swear to you by God, do not take me to the graveyard so soon, to say goodbye to my house, house, wife / husband, daughter, everyone."
Give a little chance for.
O my relatives, I am widowing my wife and orphaning my children. Do not harm them. Do not be unjust to them. I'm leaving everything now, never to return. Don't be in a hurry, give me a chance to say goodbye to everyone. When the dead man is taken to the graveyard, he says: O my descendants, O my kinsmen, O my neighbor!
Don't forget about the Hereafter in the comfort of falling in love with the world.
Notice that I disobeyed Allah and did not pay attention to what is lawful and unlawful. None of the wealth I earned has gone with me. All the heirs are distributing. Going with me is just my sin. Those for whom I sinned are not sharing in the slightest sin.
When some people started to leave after the janaza prayers, the dead person started saying- O friends, how much I loved you, how are you leaving me now! Finish the burial and pray for me.
Friends, I am really disliked by you today. But there was a time when you could not stay a day without seeing me.
I am leaving money, money, possessions, everything for you, and I will not ask you for anything else. Just pray a little.
Money, money, everything I left. Do not be free from luxury. Do some charity for me, recite prayers, bless my soul.
Remember, you have to leave one day, just like me.
O Allah, forgive us all.
(Amin)
রাসুল(সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।
এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।
আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,অলংকার,
আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপর, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।
যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।
যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী/স্বামি,সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।
তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।
যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী/স্বামি,কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার
জন্য একটু সুযোগ দাও।
হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার
মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।
তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।
যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।
হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।
টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।
টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে।
হে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।
(আমিন)🤲
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment